ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 22, 2025 7:33 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বোদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না, বোদা থানার ওসি আজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্ন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সতাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দূর্গাপুজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না এবং প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে সবাইকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
বোদা উপজেলায় ৯৩টি পূজা মণ্ডপে দূর্গা পুজা উদযাপিত হবে। প্রশাসনের ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি, আনছার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।