ঢাকাMonday , 22 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নির্মানাধীন ভবনের দেয়াল ধসে পাশের বাসার রান্নাঘর ভেঙ্গে চুরমার! অল্পের জন্য বেঁচেগেলো দুটি প্রাণ!

Mahamudul Hasan Babu
September 22, 2025 1:51 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে পৌর শহরের নয়াপাড়া এলাকার খোকন মিয়ার নির্মানাধীন বাড়ীর তৃতীয় তলার দেয়াল ধসে পাশের বাসার রান্নাঘরে উপর পড়ে রান্নাঘর ভেঙ্গে চুরমার। গত ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় উক্ত ঘটনাটি ঘটেছে। এব্যপারে ভুক্তভোগী রওশনারা পারভীন বাদী হয়ে গত ২১ তারিখ বিকালে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে জানা যায়, পৌর শহরের নয়াপাড়া এলকায় আব্দুর রশিদের স্ত্রী রওশনারা দির্ঘদিন যাবৎ তার নিজস্ব জায়গায় টিনসেড বাড়ী নির্মাণ করে বসবাস করে আসিতেছে। তার বাড়ীর পশ্চিম পাশে জনৈক খোকন মিয়া গত ২০২১ সালে পৌর আইন বহির্ভুত ভাবে বাড়ীর চারপাশে মাত্র দেড়ফুট জায়গা রেখে বাড়ী নির্মান করনে। সেসময় ভুক্তভোগী রওনারা বাদী হয়ে পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে পৌর মেয়র এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর উক্ত জায়গা পরিদর্শন করে বাড়ী নির্মান কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে  ৬নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামিলীগ নেতা নাজমুল আলম খোকন অবৈধ সবিধা নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বাড়ী নির্মানে সহযোগিতা করেন। বর্তমানে ভুক্তভোগী রওশনারা বাড়ী ভাড়াদিয়ে অন্যত্র বসবাস করেন। গত কিছুদিন যাবৎ খোকন মিয়া তার বাড়ীর দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ শুরু করেছেন। ঘটনার দিন সন্ধ্যায় রওশনারার বাড়ীর ভাড়াটিয়া তার মা সহ রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বিকট শব্দে খোকনের বাড়ীর দেয়াল ভেঙে ভুক্তভোগীর বাড়ীর রান্না ঘরের উপর পড়লে উক্ত রান্না ঘরের টিনের চাল ভেঙে পড়ে ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিস ভেঙ্গে চুরমার হয়ে যায়। এবিষয়ে বাড়ীর ভাড়াটিয়া ফেরদৌসী তামান্না বলেন ঘটনার সময় আমি এবং আমার মা প্রয়োজনীয় কাজে ঘটনার সামান্য সময় আগে ঘরের দরজার বাহিরে এসেছিলাম তাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।