ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

Mahamudul Hasan Babu
September 24, 2025 8:53 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ছাতিয়ানী গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে আশিকুর রহমান আশিক (২৫) নামের এক যুবক। সে উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. আকবর আলীর ছেলে।
জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে আশিক কোন এক দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে নিয়ে নিজ বাড়িতে খেয়ে খায়। গ্যাস ট্যাবলেট খাওয়ার কিছুক্ষন পর সে বমি করতে থাকে। বার বার বমি করা দেখে পরিবারের লোকজন কাছে গেলে সে গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা বলে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎিসার জন্য নিয়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন হলো আশিক লোকালয় পছন্দ করতোনা। সব সময় মোবাইল ফোনে নিরিবিলি স্থানে কথা বলতো। অনেকটা আনমোনা দেখাচ্ছিল তাকে। তবে কী কারণে সে এমন চরম পদক্ষেপ নিয়েছে তা এখানো স্পষ্টভাবে জানানো যায়নি। আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।