ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উত্তর ইতালিতে বন্যা-ঝড়: বহু এলাকা প্লাবিত, স্কুলছাত্রদের উদ্ধার

Mahamudul Hasan Babu
September 24, 2025 4:01 pm
Link Copied!

জাহিদ হাসান, ইতালি থেকে: মিলান অঞ্চলে Seveso নদীর বেঁধ ভেঙে পানি রাস্তা ও আশপাশের ঘরবাড়িতে উঠেছে। অনেক এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিপদে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করা হয়েছে।

লম্বারডি প্রদেশে ৬৫০টির বেশি জরুরি উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। প্রায় ২০০ জন ফায়ারফাইটার মোতায়েন করা হয়েছে।
একটি মর্মান্তিক ঘটনা হিসেবে, মনজা ও ব্রিয়াঞ্জা প্রদেশে একটি গাড়ির ছাদে ফেঁসেমুক্ত এক মাদার ও তাঁর ১০ মাসের শিশু অন্তরগত উদ্ধার করা হয়।
পিয়েডমন্টে একটি জার্মান পর্যটক বন্যায় হারিয়ে গেছেন বলে খোঁজ শুরু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় অরেঞ্জ ও হলুদ রূপরেখার সতর্কতা জারি করেছে।
ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক বৃষ্টিপাতের আশঙ্কায় জনসাধারণকে সতর্ক থাকা এবং নদীর ঘাট-বাঁধ থেকে দূরে থাকতে বলা হয়েছে।