ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

Mahamudul Hasan Babu
September 26, 2025 4:55 pm
Link Copied!

পঞ্চগড়  প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। চিকন লাল উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজারে পাশে মহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি৷

প্রত্যাক্ষদর্শী রনজিত রায় জানান, বারঘাটি বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে একটি মহেন্দ্র শিকটিহারির দিলে আসছিল। সেই গাড়িতে প্রায় ২০ থেকে ২৫ জন ছেলে ছিল৷ গাড়িটি শিকটিহারি বাজার পাড় হয়েই বিপরীত দিক থেকে চিকন লাল ও তার স্ত্রী সহ আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা চিকন লালকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, শুক্রবার বিকালে তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ফিরছিলেন পঞ্চগড় সদরের শেখপাড়ার খেলোয়াড়েরা। মহেন্দ্র গাড়িতে করে এসেছিলেন প্রায় ২০ থেকে ২৫ জন। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তাঁরা। পরে শিকটিহারি বাজার পাড় হয়েই ওই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এঘনায় বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ওই মহেন্দ্র গাড়িটিকে জব্দ করেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মোঃ দুলাল।