ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নজর কাড়ছে পাটের আঁশ দিয়ে তৈরি দুর্গাদেবীর প্রতিমা

Mahamudul Hasan Babu
September 27, 2025 10:38 am
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের লালবাজার কদমতলা রবি সূতম সংঘের পূজা মণ্ডপে এ বছর নির্মিত হয়েছে ব্যতিক্রমী এক দুর্গাপ্রতিমা। কাদা-মাটি বা ধানের শিষ নয়, এবার দেবী দুর্গাকে মোড়ানো হয়েছে সোনালি পাটের আঁশে। দূর থেকে দেখলে মনে হবে সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিমাটি। ফলে পূজার আগেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা।
প্রায় ২০ কেজি সোনালি পাট ব্যবহার করে প্রতিমাটি তৈরি করেছেন লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল। তাঁর নেতৃত্বে চার সদস্যের শিল্পীদল দুই মাস ধরে এ প্রতিমা নির্মাণ করেছেন। প্রতিমার কাঠামো তৈরির পর মাটির গায়ে সূক্ষ্মভাবে বসানো হয়েছে সোনালি পাটের আঁশ। দেবী দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহ—সব চরিত্রেই পাটের বুননের শৈল্পিক ব্যবহার চোখে পড়ছে।
প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল বলেন, আমাদের বংশপরম্পরায় প্রতিমা তৈরির কাজ চলে আসছে। আয়োজকেরা প্রতিবছর নতুনত্ব চান। গত বছর ধানের আঁশ দিয়ে প্রতিমা বানিয়েছিলাম, এবার পাটের আঁশ দিয়েছি। কাজটা খুব সহজ নয়, তবে চ্যালেঞ্জ নিয়েই শুরু করেছি। প্রায় দুই মাসের পরিশ্রমে সোনালি পাটের প্রতিমাটি রূপ পেয়েছে। আশা করি, দর্শনার্থীরা মুগ্ধ হবেন।
রবি সূতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান, প্রতিবছরই তাঁরা নতুনত্ব আনার চেষ্টা করেন। তিনি বলেন,
ভক্তদের মনোযোগ আকর্ষণ করতেই এই উদ্যোগ। গত বছর ধানের তৈরি প্রতিমা দেশ-বিদেশে আলোড়ন তুলেছিল। এ বছরও আশা করছি, পাটের আঁশের প্রতিমা দর্শকদের আনন্দ দেবে।
এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় জানান, নাটোর জেলায় এ বছর ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১৪টি বেশি। প্রশাসন, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা দেবে। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।
তিনি বলেন, নাটোর শান্তিপ্রিয় এলাকা। এখানে কখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সবার উৎসব।
স্বর্গীয় নিমাই চন্দ্র পাল প্রতিষ্ঠিত লালবাজারের প্রতিমাশিল্পের ধারাবাহিকতায় এবার তাঁর ছেলে বিশ্বজিৎ পালের হাতে তৈরি সোনালি পাটের দুর্গা শুধু নাটোরেই নয়, দেশজুড়ে আলোড়ন তুলবে বলে আশা করছেন আয়োজকরা।
এবার পূজার বড় আকর্ষণ হয়ে উঠেছে এই সোনালি পাটের প্রতিমা, যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থী-ভক্তরা।
পূজা উদযাপন বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের আশঙ্কার কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন। কাউকে কোথাও কোন সমস্যা করতে দেওয়া হবে না।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, একযোগে নাটোরের ৩৬৭ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই পূজা উদযাপন পরিষদের সদস্য ও হিন্দু ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক মিটিং সম্পন্ন করা হয়েছে। সেখানে পূর্ণ নিরাপত্তার সঙ্গে শারদীয় দুর্গোৎসব পালন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।