ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
September 27, 2025 2:10 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় বিএম হাইস্কুল মাঠে ফুটবল (বালক) ফাইনাল খেলায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল বনাম কায়েমকোলা হাইস্কুল প্রতিদ্বন্দ্বীতা করেন। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর ট্রাইবেকারে ৩-২ গোলে কায়েমকোলা হাইস্কুলকে হারিয়ে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সুলতান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিন, সরকারি এম এল মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক এস.এম সেলিম রেজা, থানার এসআই (নিঃ) আব্দুস সোবহান, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সম্পাদক ও ক্রীড়া শিক্ষক আবু হাসান, ইসমাইল হোসেন ড্যানি, রিকু আহম্মেদ, মিজানুর রহমান, বশির উদ্দিন সহ আরও অনেকে।