এম এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে উপজেলা পর্যায়ে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা বানু, তেঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক রাজ্জাক হায়দার, দীপশিখা মেটি স্কুলের শিক্ষার্থী প্রমূখ।