আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক ও সন্ত্রাস বিরোধী যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাংনী পৌরসভার বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে। বাঁশবাড়ীয়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সেমি ফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মাগুড়া একতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে মেহেরপুরের রামনগর জনকল্যাণ ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় বিজয়ী হলে রামনগর ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার আয়োজক কমিটির সভাপতি গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ শেষ সেমি ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন ।এসময় আয়োজক কমিটির আহ্বায়ক ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা আব্দুল গনি, সামসুদ্দীনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
খেলায় মাগুড়া একতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে রামনগর জনকল্যাণ ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করে। খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধেই রামনগরের খেলোয়াড় ৫ টি গোল করে। দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি।
আজ শনিবার (২৭ সেপ্টে:) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনীর বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে মাগুড়া একতা ফুটবল দলকে ৫ -০ গোলে হারিয়ে রামনগর জনকল্যাণ ফুটবল একাডেমী বিজয় লাভ করে।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী, মাহবুবুল হক , মনিরুল ইসলাম মনি। ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সেলিম রেজা।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ রামনগর জনতা ফুটবল একাদশের খেলোয়াড় নির্বাচিত হলে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়। তিনি একাই ২ টি গোল করেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন, এফ আই মিল্টন, আসাদুল হক ও টুটুল ।
খেলা উপভোগ করতে মাঠে মানাই কানাই দর্শক পরিপূর্ণ ছিল।