আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় সভাকক্ষে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রেসক্লাব কেন্দ্রিক গুরত্বপূর্ণ সিদ্ধান্ত সদস্যদের সাথে আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করা হয়। সভায় আবেদনের প্রেক্ষিতে নতুন তিনজনকে সদস্যপদ অনুমোদন এবং একজন সদস্যকে অব্যহতি দেওয়া হয়।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনায় এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও সদস্য ইয়াদুল মোমিন, সহ-সভাপতি আবু নাসের চৌধুরী সম্রাট, কোষাধ্যক্ষ দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহীন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য আমিরুল ইসলাম অল্ডাম, তোফায়েল হোসেন, রফিকুল আলম বকুল, শোমেল রানা, মুর্তজা ফারুক রূপক, মাসুদ রানা, শহিদুল ইসলাম, পাভেল হোসেন, খান মাহমুদ আল রাফি, কামরুল ইসলাম, এস এম তারেক ।