ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় ৫৭ টি পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান 

Mahamudul Hasan Babu
September 29, 2025 11:53 am
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গা উপজেলায় ৫৭ পূজা মন্ডপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
 সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী দুলুর উদ্যোগে উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই উপহার বিতরণ করা হয়।
 দুলু পক্ষে নলডাঙ্গা উপজেলা বিএনপির মাছ বাজার অস্থায়ী কার্যালয় এই নগদ অনুদান গুলো পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি ও সেক্রেটারির হাতে নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য ও নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু,
হিন্দু পরিষদের নেতা সুধীর মাস্টার ও অনুপ দেবনাথ মিঠুন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের দলের সভাপতি মামুনুর রশিদ খান,পৌর যুবদলের সভাপতি রূপচাঁদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর মাষ্টার, পৌর বিএনপির সহ-সভাপতি এসএম সান্টু, ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক মাষ্টার,ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুজ্জামান হুমায়ুন শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুঞ্জুরুল হক সবুজ , সমাজ সেবাক ও উদ্যোক্তা অনিক তালুকদার, উপজেলা ছাত্রদলের নির্যাতিত নেতা শাকিক আহমেদসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
     এসময় বক্তারা বলেন, কেন্দ্র নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কানাডায় থাকায় আমরা আপনাদের মাঝে এই উপহারগুলো তুলে দিচ্ছি। বক্তারা বলেন,দেশের সনাতন ধর্ম্ববলীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোন শক্তি যেন কোন ধরনের নাশকতা ঘটনাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
     যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে, তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরী করে।
     সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। বিএনপি নেতা কর্মী সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম আছি ও থাকব।
 দুলু কানাডায় অবস্থান করায় তার পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ এই উপহার তুলে দেন।