আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। পূজা মন্ডপ গুলো আনন্দমূখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা আইনশৃ্খংলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা চোখে পড়ার মত।
আজ নবমী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন তার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে বেশীর ভাগ পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের হাতে বরণ ডালায় সাজানো নানা স্বাদের নানা রংয়ের মিষ্টির প্যাকেট উপহার দেন। এসময় গ্াংনী পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন নগদ অর্থের একটি খাম পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল আহমেদ,গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, র্যাব-১২ এর গাংনী ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমানসহ স্টাফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অশোক চন্দ্র , সুকেশ চন্দ্র, চৌগাছা কালি মন্দিরের সভাপতি তারাপদ দাসসহ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ।