ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ইতিহাসে এই প্রথম আইনকর্মকর্তাগণের পূজামণ্ডপ পরিদর্শন

Mahamudul Hasan Babu
October 2, 2025 4:48 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের ইতিহাসে এই প্রথমবারের মতো আদালতের আইনকর্মকর্তাগণ একযোগে (১ অক্টোবর) বুধবার শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ বারীর নেতৃত্বে এই বিশেষ সফরে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন এবং অতিরিক্ত সরকার পক্ষের আইনজীবী (অতিরিক্ত জিপি) অ্যাডভোকেট খায়রুল আলম প্রমূখ।

পূজামণ্ডপগুলোতে গিয়ে তারা ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

এসময় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। ইতিহাসে এই প্রথম জেলা জজ আদালতের আইনকর্মকর্তাগণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন—এটি আমাদের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”

জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের আইনজীবী (জিপি) অ্যাডভোকেট এম এ বারী বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। আইনকর্মকর্তাদের এই প্রথম সম্মিলিত সফর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করল।”

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে আইনকর্মকর্তাগণ পঞ্চগড়ে সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের নতুন ইতিহাস সৃষ্টি করলেন।