ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজা এড নৌকাবহর আটক, ইতালিতে উত্তাল বিক্ষোভ

Mahamudul Hasan Babu
October 2, 2025 9:50 am
Link Copied!

জাহিদ হাসান ইতালি থেকে:গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা আন্তর্জাতিক নৌকাবহরের অন্তত ১৪টি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার রাতে এ খবর ছড়িয়ে পড়তেই ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোম, মিলান, ন্যাপলস ও জেনোয়ায় শ্রমিক সংগঠনগুলো বন্দর ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে।
ফ্লোটিলাটিতে প্রায় ৪০টিরও বেশি নৌযান অংশ নেয়, যাতে প্রায় পাঁচশ মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবক ছিলেন। তাদের মধ্যে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। উদ্দেশ্য ছিল গাজার মানুষের জন্য খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো থামিয়ে দেয় এবং যাত্রীদের আটক করে।
এ ঘটনায় ইতালির শ্রমিক ইউনিয়নগুলো তীব্র প্রতিবাদ জানায়। তারা বৃহস্পতিবার দেশজুড়ে ধর্মঘট ও আন্দোলনের ডাক দেয়, যার প্রভাব পড়ে রেল ও বন্দর কার্যক্রমে। আন্দোলনকারীদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক নৌআইন ভঙ্গ করেছে এবং মানবিক উদ্যোগকে দমন করেছে।
এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানী বলেছেন, তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আশ্বাস দেওয়া হয়েছে যে আটক যাত্রীদের বিরুদ্ধে কোনো সহিংসতা করা হবে না। তবে নৌকাবহরটি গাজায় ঢুকতে দেওয়া হবে না।
এই ঘটনাকে কেন্দ্র করে শুধু ইতালি নয়, ইউরোপজুড়েই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের পদক্ষেপ মানবিক সহায়তার পথে বড় বাধা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।