আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস -২০২৫ পালন করা হয়েছে। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শিক্ষক মানে শুধুই পেশা নয়, তিনি একজন জাতি গড়ার কারিগর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. আতিয়ার রহমান, মেহেরপুর মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সপেক্টর ফরিদউদ্দীন প্রমুখ। মেহেরপুরের আমঝুপিতেও শিক্ষক দিবস পালন করা হয়েছে।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসে এসে শেষ হয়।
একইভাবে গাংনী উপজেলাতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়েছে। গাংনী উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে গাংনী সরকারি ডিগ্রী কলেজ ,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালি শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মনিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীন,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের (অবঃ) প্রধান শিক্ষক ও গাংনী মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রবীণ শিক্ষক আব্দুর রাজ্জাক ,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী সরকারি মাধ্যমিক উচ্চ্ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাপুজ্জামান লালু গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, করমদি কলেজের প্রভাষক এ এম সায়েম পল্টু, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল প্রমুখ।
এমনিভাবে গাংনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে স্ব স্ব উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
