আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাড়ি ভাড়ার নামে ৫শ’ টাকার ন্যাক্কারজনক ও দুরভিসন্ধিমূলক প্রজ্ঞাপন বাতিলের লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টা সময় গাংনী উপজেলা পরিষদের গেটের পার্শ্বে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গাংনী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গাংনী উপজেলা শাখার সভাপতি করমদি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিষদ ,গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান , কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মনোয়ার হোসেন, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম স্বপন, মাধ্যমিক শিক্ষক পরিষদের (পৌর) সভাপতি আজিজুল হক প্রমুখ।
মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারী ও বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোগলবাড়ীয়া হাজী ভরষউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, শানঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাল্টু, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতিয়ার রহমান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সাঈদ, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিরউদ্দীন, হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহমিদা খাতুন প্রমুখ।
শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, আমরা শিক্ষকরা জাতি গড়ার কারিগর, শিক্ষকতা মহান পেশা। শিক্ষা তথা লেখা পড়ার মানোন্নয়নে শিক্ষকদের অবদান অনেক বেশী।
এরকম নানাভাবে শিক্ষকদের নিয়ে ভালো ভালো কথা বলে সম্মান দেখানো হয়ে থাকে। অথচ শিক্ষকদের নিয়ে বর্তমান অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা শিক্ষকদেও সম্মান ও মর্যাদা নিয়ে তামাশা করছেন। আমাদের আন্দোলনের সময় অনেক শর্ত মেনে নিয়ে বিশেষ করে বাড়ি ভাড়া ২০ পার্সেন্ট, মেডিকেল ভাতা ১৫ শ ’টাকা এবং উৎসব ভাতা ১৫ পার্সেন্ট দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। অথচ গত ৫ অক্টোবরের প্রজ্ঞাপন দেখে জানা গেছে , সরকার শিক্ষকদের সাথে তামাশা করেছে। ব্ক্তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। দাবি মানতে আগামী ১২ অক্টোবর আবারও ঢাকাতে কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
এসময় গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক বৃন্দ প্রতিবাদ ষবায় অংশগ্রহন করেন।
