ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ, মায়ের মৃত্যুর ২২ ঘণ্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দাফন

Mahamudul Hasan Babu
October 9, 2025 1:52 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধের জেরে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মৃত্যুর ২২ ঘণ্টা পর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অবশেষে দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদপুর এনুমিয়ার বাড়ির মৃত মাওলানা ছেলামত উল্যাহর স্ত্রী বিবি আমেনা বেগম (৭৬) বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে বেগমগঞ্জ উপজেলার মেয়ের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগে বিবি আমেনা বেগম তার ছোট ছেলে সাইফুল্লা ও ছোট মেয়ে রোকসানার নামে নিজের ২২ শতক সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। এ ঘটনায় বড় ছেলে নজিব উল্যাহ ও বড় মেয়ে ফেরদৌসি ক্ষিপ্ত হয়ে মায়ের মৃত্যুর পর লাশ দাফনে বাধা দেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে উভয় পক্ষকে বোঝানোর মাধ্যমে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মৃত বিবি আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সমাজের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সম্পত্তি বিরোধের সমাধানের আশ্বাসে আমেনা বেগমের দাফন সম্পন্ন করি।”
স্থানীয়রা জানান, সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে দাফনে এমন বিলম্ব এলাকায় এক নজিরবিহীন ঘটনা।