ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণ নেতৃত্বের উত্থান: কুড়িগ্রাম-০১ আসনে ডা. ইউনুছের গণসংযোগে উৎসবের আমেজ

Mahamudul Hasan Babu
October 9, 2025 2:00 pm
Link Copied!

জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ২৫ নং জাতীয় সংসদ নির্বাচনী এলাকা — কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) — এ আসন্ন জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মাঠ পর্যায়ে দলের কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাবনাময় তরুণ নেতা ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুছ গত শুক্রবার নাগেশ্বরী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের এই কর্মসূচিকে ঘিরে পুরো নাগেশ্বরীজুড়ে উৎসবের আমেজ দেখা যায়। অদ্য ৯ অক্টোবর বিকেল ৪ টার সময় উপজেলা সদরের দক্ষিণ ব্যাপারীহাট থেকে শুরু করে পায়ড়াডাঙ্গা ও উত্তর ব্যাপারীহাট বাজার পর্যন্ত মটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শত শত নেতাকর্মী ডা. ইউনুছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শোভাযাত্রায় অংশ নেন।

গণসংযোগের সময় ডা. ইউনুছ সাধারণ মানুষের হাতে ৩১ দফা লিফলেট তুলে দেন এবং বিএনপি’র ‘জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা’ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে থাকা। আমি চিকিৎসক হিসেবে যেমন অসুস্থ মানুষের সেবা করি, তেমনি রাজনীতিতেও মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই।”

ডা. ইউনুছ দীর্ঘদিন ধরেই এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। একজন কার্ডিওলজিস্ট হিসেবে বগুড়ায় চিকিৎসা পেশায় যুক্ত থাকলেও তিনি নিয়মিত সপ্তাহের দু’দিন — শুক্রবার ও শনিবার — নিজের নির্বাচনী এলাকায় সময় দেন। এসব দিনে তিনি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প পরিচালনা করেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের এক কৃষক বলেন,“ডা. ইউনুছ স্যার রাজনীতি করেন, আবার মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেন — এটা আমরা নিজের চোখে দেখি। দল যাকেই মনোনয়ন দিক, উনি থাকলে আমাদের আশার কথা শুনবে।”

স্থানীয় শিক্ষক ও তরুণ ভোটারদের ভাষ্য, ডা. ইউনুছ একজন শিক্ষিত, ভদ্র, সদালাপী ও আধুনিক চিন্তার মানুষ। দলীয় রাজনীতির বাইরে থেকেও তিনি জনসেবায় নিজেকে যুক্ত রেখেছেন। এজন্যই তাকে অনেকেই ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দেখছেন।

নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী — দুটি উপজেলা মিলিয়ে গঠিত কুড়িগ্রাম-০১ আসনটি রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপির শক্তিশালী অবস্থান থাকলেও নতুন প্রজন্মের তরুণ ভোটারদের আগ্রহ এখন নেতৃত্বের নতুন মুখ নিয়ে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্ম, শিক্ষিত সমাজ ও পেশাজীবীদের অংশগ্রহণে রাজনীতির চরিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। ডা. ইউনুছের মতো তরুণ পেশাজীবীরা রাজনীতিতে যুক্ত হলে স্থানীয় উন্নয়ন ও জনসেবার অগ্রাধিকার নতুন মাত্রা পেতে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি বিএনপি তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তবে “ডা. ইউনুছকে বিজয়ী করা সহজ হবে” — এমন মতামত এখন নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর সর্বত্রই শোনা যাচ্ছে।