ঢাকাThursday , 9 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে সার কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
October 9, 2025 4:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সার কালোবাজারির অভিযোগে মেসার্স আলিম ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহাবুব হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে সার বিক্রয় হচ্ছে—এমন খবর পেয়ে গাংনী উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানকালে বিক্রেতা সার বিক্রির অনুমোদনপত্র বা লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। ফলে ‘সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮’-এর ৪ ধারায় মেসার্স আলিম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত সার নিলামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত মাহাবুব হোসেন বলেন,সরকার কর্তৃক বিসিআইসি ডিলার মেসার্স এন আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হোসেনের কাছ থেকে প্রতি বস্তা ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে টিএসপি সার সংগ্রহ করেছি। সেই সার মুজিবনগরের আমদহ এলাকার কৃষকদের কাছে বস্তা প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি করছিলাম।

তবে এ অভিযোগ অস্বীকার করে মেসার্স এন আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হোসেন বলেন, আমি বাইরে সার বিক্রি করিনি। এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় তারা ক্ষুব্ধ। অনেকেই অভিযোগ করেন, ডিলার ও খুচরা ব্যবসায়ীরা যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছেন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন,সার কালোবাজারি ও অবৈধ বিক্রয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

অভিযানে সহায়তা করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল।