মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার “কাটালী উচ্চ বিদ্যালয় ”-এর সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া(৫২)’র জানাযা সহ শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ। শুক্রবার ( ১০ অক্টোবর) তার গ্রামের বাড়ী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার মন্ডলপাড়া মাজার ও মসজিদ সংলগ্ন মাঠে বেলা ১১ টায় তার জানাযায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রায় ৬ মাস আগে তার বড় ভাই তরিকুল ইসলাম নিজের শরীরের একটি কিডনী দিয়ে ছোট ভাই’র জীবন বাঁচানোর জন্য শিক্ষক জাকারিয়ার শরীরে একটি কিডনী প্রতিস্থাপন করেন। কিডনী প্রতিস্থাপনের পর থেকেই মোটামুটি ভালোই চলছিলো। গত ৫অক্টোবর বুকে ব্যাথা অনুভব করলে ঢাকায় চিকিৎসকের স্মরণাপন্ন হন। চিকিৎসক বলেছেন তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ মেডিকেল হসপিটাল, মহাখালিতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক জাকারিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ আটোয়ারীতে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযা অনুষ্ঠানে মরহুম শিক্ষক জাকারিয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি। জাকারিয়া শিক্ষককতার পাশাপাশি মসজিদ,মাদরাসা সহ অনেক সামাজিক কাজে জড়িত ছিলেন।
মরহুম জাকারিয়া উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার মন্ডলপাড়া গ্রামের মৃত সরফরাজ আলী (ছুটু)’র পুত্র এবং কাটালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার,বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
