ঢাকাSaturday , 11 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

Mahamudul Hasan Babu
October 11, 2025 4:22 pm
Link Copied!

রেজুয়ান খান রিকন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া ও কোমরপুর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মন্ডল। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের ছোট ভাই।

এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা সমবায় দলের সভাপতি আইয়ুব সরকার, সধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর সমবায় দলের সভাপতি রেজভী পাঠান, উপজেলা জাসাস এর সদস্য রাজিব সরকার, শাখাহার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আউয়াল, যুগ্ন আহবায়ক বাশারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রফেসর গোলাম কিবরিয়া বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জকে সকল অপসংস্কৃতি থেকে নিরাপদ রেখে দুর্নীতিমুক্ত, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির এক উন্নত জনপদ ‘আলোকিত গোবিন্দগঞ্জ’ গড়তে অনন্য অবদান রাখবেন।