পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে এক হাজার মিটার ইলিশ ধরার জাল ও একটি বেহেন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, “মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পরে জব্দকৃত জাল উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে, মেরিন ফিসারিজ অফিসার মোঃ আইনুল নিশাতের তত্ত্বাবধানে এবং নৌ পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন দেশের সব নদ-নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় মা ইলিশ শিকার বন্ধ রাখতে প্রশাসন ও মৎস্য বিভাগ নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে, মা ইলিশ রক্ষায় চলমান এ বিশেষ অভিযানে সাধারণ জেলেদের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
