আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর গাংনী উপজেলার মালসাদহ গ্রামে নেশাগ্রস্ত ছেলের শাবলের আঘাতে বাবা রবিউল ইসলাম ( ৬০) আহত হয়েছে। আহত রবিউল ইসলাম মালসাদহ গ্রামের মৃত রব্বানী মন্ডলের ছেলে। আজ শনিবার সকালে এঘটনা ঘটে।
আহত রবিউল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে।
আহত রবিউল ইসলাম জানান, আমি তিনবার জমি জায়গা বিক্রি করে শবির হোসেনকে প্রবাসে পাঠিয়েছিলাম সে কিছুই করতে পারেনি, আবারো ইতালি যাওয়ার জন্য আমার কাছে টাকা দাবি করছে আমি টাকা দিতে চাইনি,
এছাড়াও বাড়ি এসে নেশা করে হেরোইন খায় : এ ঘটনায় আমি গাংনী থানা একটি লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগ দেয়াকে কেন্দ্র করে সে আজ সকালে আমাকে হত্যার উদ্দেশে শাবল দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে এবং আমার হাত ভেঙ্গে দিয়েছে আমি এই কুলাঙ্গার ছেলের বিচার দাবী করছি।
আহত রবিউল ইসলাম এর স্ত্রী জানান, কোন কথা না বলে শবির এসে শাবল দিয়ে আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকে এ সময় আমার স্বামীর ডানহাত ভেঙ্গে গুড়ো হয়ে গেছে, আমি বিচার দাবি করছি।
এব্যাপারে হামলা কারী শবির জানান, আমি কাঠাল গাছের পাতা কেটেছিলাম পরে আমার বাবা সব গাছের কাঁঠালের পাতা কেটে বাজারে বিক্রয় করেছে। বাবা আমার নামে থানায় অভিযোগ দিয়েছিল একারণে আমি রাগ করে আমার বাবার হাত ভেঙ্গে দিয়েছি।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
