মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে রাইসা বেকারী এর স্বত্বাধিকারী রহিদুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের চাকাই কোংসাপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। চোরের দল নগদ ৭লক্ষ ৬০ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত রহিদুল ইসলামের। তিনি জানান, গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে পরিবারসহ আমার শশুরবাড়ি দিনাজপুরে যাই। প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী কাজ শেষে আমার ভাই ধান চাল ব্যবসায়ী মজিবুল ইসলাম সহ পরিবারের লোকজন রাতের খাবার শেষে ঘুমিয়ে পরে। অনুমানিক রাত ৪টার দিকে আমার ভাতিজা তানজিমুল ইসলাম হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়, তখন আমার ভাতিজা কে কে বলে উঠলে তাৎক্ষনিক ভাবে অজ্ঞাতনামা ২জন ব্যক্তি আমার ভাই মজিবুলের ঘরের ভিতর দৌড়ে পালানোর সময় ধারালো অস্ত্র দিয়ে ভাতিজাকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আমার ঘরে ঢুকে পরিবারের লোকজন দেখতে পায়, ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে।আলমারিতে রাখা ৭ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নেই। সেইসাথে আমার ভাই মজিবুলের পায়জামার পকেটে রাখা ব্যবসার ৬০হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরদিন সকালে ধারালো একটি ছুরি ছাদ থেকে উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চুরির বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন রহিদুল ইসলাম। চোরের দলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।