সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজারে দক্ষিণ মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে খলিল মিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর চরফ্যাশন ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকলে সোয়া ১০টার দিকে দক্ষিণ আইচা বাজারে দক্ষিণ মাখা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের জানাযায়, সোয়া ১০টার দিকে দক্ষিণ মাথায় খলিল মিয়া বসত ঘর আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওই ঘরে ভাড়ায় থাকতেন সোহেল ও ইউছুফের দুই ফ্যামিলি তাদের মালা মাল সহ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ
বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে বাড়ায় থাকায় দুই ফ্যামিলি সমস্ত মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নিরূপণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
