বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় সরকারিভাবে শিশুদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। বোদা উপজেলায় ৮২ হাজার ২৩৫ জনকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোকাররাম, প্রধান শিক্ষক রহিমা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
এ কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় বোদা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। প্রথম দশ দিন উপজেলার ২২৭টি বিদ্যালয়ে এবং ২৪০ টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচী আওতায় উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। টাইফয়েড টিকা আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে। টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশুরা যদি এই টিকা নেয় তাহলে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব।
