ঠাকুরগাঁও প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
রোববার (১২ অক্টোবর) বিকালে জেলা শহরের জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলার সাবেক আমির মাওলানা মো. আব্দুল হাকিম, সেক্রেটারি মো. আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা মো. হাফিজ উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এখন জনগণের সার্বজনীন দাবি। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের খুনিদের বিচার হয়নি এবং ঘোষিত জুলাই সনদ এখনো কার্যকর হয়নি। তারা দাবি জানান, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।
তাদের এই ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ারি দেন তারা।