Sun. Nov 24th, 2024

কোন দিবস বুঝি না কাম করলে পোলাপান নিয়া খাইতে পারি

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:কোন দিবস বুঝি না। কাম করলে কপালে ভাত জুটবে নইলে নাই। কাম না করলে পোলাপান লইয়া না খাইয়া থাকতে হইবো। এমন কথাই বিড়বিড় করে বলে তিন নারী শ্রমিক। মাদারীপুর নতুন শহর এলাকায় ইদ্রিস হাওলাদারের ভবনের ছাদে ইট ভাঙ্গার কাজ করা তিন নারী শ্রমিকের মুখে একই সুর। প্রত্যেকের স্বামীই রিকসা চালিয়ে জীবিকা নিবার্হ করেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মৌলিক চাহিদা মেটাতে তাদের হাতে নিয়েছে হাতুড়ি। আজ বিশ্ব গ্রামীণ নারী দিবস। গ্রামের নারীদের অধিকার আর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবরে দিবসটি পালিত হয় । সভ্যতা আর প্রযুক্তির দিক দিয়ে উন্নয়নের ধারায় পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গ্রামের জনগোষ্ঠী। বিশেষ করে গ্রামের নারী সমাজ। দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায়ে সোচ্চার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা। গৃহস্থালীর সবজি বাগান, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন- সবই তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি বজায় রাখতে অবদান রাখে। কিছু রান্না করা খাবার রাখার জন্য তারা সম্ভাব্য সবকিছুই করেন। পরিবারের সবার খাওয়া নিশ্চিত করতে তারা সাধারণত সবার শেষে খান। গ্রামের একটা পরিবার যতই দরিদ্র হোক না কেন, দিনে তারা অন্তত দুই বার খাবার খায়। দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ হলেও গ্রামাঞ্চলের নারীরা এ বিষযে তেমন অবগত না। দিবসটি সম্পর্কে জানতে চাইলেই তিন ইট ভাঙা শ্রমিক আক্ষেপে বলেন, কাম করতে করতে একদিন মইরা যামু। তবু পোলাপান গুলারে কষ্ট করতে দিমু না। সরকার কত ভাতা দিছে কোনদিন কোন ভাতা পাইনি। গায়ে খাইটা খামু যতদিন বাচি।

জানা যায়, বিয়ের প্রথম দিকে স্বামীর আয়ের উপরে চলে যেতে নুরুন্নাহার বেগমের সংসার। সে যা কামাই করতো তাতেই চলে যেত ভালভাবেই। পরে ছেলে মেয়ে জন্ম নেয়ার পরেই খরচ বাড়তে থাকে। জিনিসপত্রের দামও বাড়ছে অনেক বেশি যার কারনে স্বামীর আয়ের সংসার চলে না। পরে এনজিও থেকে কিছু টাকা লোন নিছি। সেই লোন শোধ করতে গিয়ে দেখি খাবার কেনার টাকা থাকে না। অর্ধাহারে অনাহারে দিন যায়। নিজেরা না খেয়ে থাকলেও তো আর পোলাপানকে না খাওয়াই রাখতে পারি না। পরে রাস্তায় নামছি কামের খোজে। আমাগো কাম দিবো কেডা। পড়ালেখাও তো জানি না যে ভাল কিছু করমু পরে সিদ্ধান্ত নেই ইট ভাঙ্গার কাজের। দিন যায় বছর যায়, আশায় থাকি সরকার কিছু করবো। আমাগো কষ্ট কমবো কেউ গরীবের দিকে চায় না। দুনিয়ায় তেইল্লা মাথায় সবাই তেল দেয়। আমাগো কষ্ট কইরাই খাইতে হইবো। ইট ভাঙলে পেট ভইরা খাইতে পারি নইলে নাই। তার উপরে কিস্তির চিন্তা। সেই লোন বাড়ছে তো বাড়ছেই। একটি শোধ করলে আরেকটি নিতে হয়। এসব কথা আক্ষেপে বলেন শহরের বিসিক শিল্প নগরী এলাকার বস্তিতে থাকা নুরুন্নাহার বেগম (৪৩) নামে এক শ্রমিক।
সে শুধু একাই তার সাথে আছে তার ওই বসিততে থাকা আরও দুই নারী আসমা বেগম (৪১) ও কহিনুর বেগম। তাদের তিনজনের স্বামীই রিকসা চালিয়ে জীবিকা নিবার্হ করেন। ওই নারী শ্রমিকরা আরও বলেন, ছেলে মেয়েরা যত বড় হয় ততই খরচ বাড়ে । তাদের সাথে বাড়ে জিনিসপত্রের দাম। লোন থেকে বের হওয়ারও কোন রাস্তা দেখি না। এর পরে আছে ছেলে মেয়েদের বিয়ে শাদির পালা। তখন লোন নিতে হবে। সেই লোন শোধ করতে করতে একদিন মইরা যাইমু। জীবনে হয়তো আর সুখের মুখ দেখা হবে না। বাইচা থাকতে হলে কাম ছাড়া উপায় নাই। মাদারীপুরে নাই কোন গার্মেন্টস বা তেমন কোন কল কারখানা । যেখানে একটু শান্তির কাম পাওয়া যায়। দিনভর রোদে পুড়েই ইট ভাঙতে হয় তাদের। দৈনিক ৫-৬শ টাকা পাই। আর স্বামী যা কামাই করে তাই দিয়ে সংসার চালাই কিস্তি দেই। অনেক সময় মহিলা শুনলে ইট ভাঙ্গার কামও দিতে চায় না। দিলেও পুরুষদের যে টাকা দিতে রাজি হয় নারীদের ক্ষেত্রে মজুরী কম দিতে চায়। তবুও কাজ করতে হয় পেটের দায়ে। এসব শুনে আপনার কি লাভ। আপনারও লাভ নাই আমারও লাভ নাই। কাম করমু ভাত খামু।

অন্যদিকে একই সুর মাদারীপুর সাবরেজিস্ট্রার অফিসের নারী দলিল নকল নবিশদের। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও পুরুষের সমান পারিশ্রমিক তুলতে পারেন না তারা। সমাজে বিভিন্ন জায়গায় তাদের ওঠাবসা কম হওয়ায় তেমন লোকজনের সাথে চেনা জানা হয়না তাদের এছাড়া কাজ দিলেও তেমন ভরসা পান না সাধারন জনগন। কেন যেন তারা নারীদের হেয় করে দেখে। কেন যেন মনে করেন পুরুষের তুলনায় নারীদের লেখার কাজ তেমন ভাল হয় না। এ বৈষম্যর কারনে তেমন আয় হয় না তাদের। এছাড়া বছরের পর বছর কাজ করলেও কেউ কেউ সরকারী তালিকাভুক্ত হতে পারেন না বা তাদের সরকারী করে নেয়া হয় না। পুরুষরা কয়েক বছর কাজ করলেই তারা কোন না কোনভাবে একটি অবস্থান তৈরী করে নিতে পারেন। চাকুরী স্থায়ী করণ করে নিতে পারেন। সে তুলনায় নারী অনেক অবহেলিত। সাধারন জনগনের কাছেও তারা যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন না। কয়েকজন নকল নবিশের সাথে কথা বলে এসব কথা শোনা যায়। বাংলাদেশে নারীরা তাদের পুরুষ সঙ্গীর মতোই উৎপাদনশীল ও উদ্যোগী হতে পারে। কিন্তু ভূমি, ঋণব্যবস্থা, কৃষি উপকরণ কিংবা বাজার- কোনোখানেই তাদের সমান প্রবেশাধিকার নেই। কৃষিতে বেশিরভাগ নারীর অবদান অদৃশ্য থাকে। তবুও পুরুষের পাশে না দাড়ালে সংসার চালানো ও সঞ্চয় যেন প্রায় অসম্ভব দরিদ্র পরিবারগুলোতে। গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণসহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার কথা স্মরণ করার মতই। তবুও গ্রামীণ নারীদের পারিবারিক নির্যাতন আর কর্মক্ষেত্রে নানা বৈষম্যকে এটা যেন মানা যায় না এ যুগে। এছাড়া মাদারীপুরে ইউনিয়ন পরিষদের মাটি কাটার কাজ, ফসলের মাঠে কাজ, জমিতে নিড়ানি দেয়া, রাস্তাঘাট তৈরির কাজেও নারীরা সমানভাবে অংশগ্রহণ করছে।

কয়েকজন নারী নকল নবিশ বলেন, কি আর করার নারী হয়ে জন্মেছি । কষ্টের কিছু নাই । স্রষ্টাই তো এ জীবন
দিয়েছে। পুরুষ হিসেবে পাঠালে তো এত কষ্ট থাকতো না। একই কাজ পুরুষ লোজ করলে দ্বিগুন টাকা দিয়ে যায়। সেই কাজ নারীদের কাছে আসলেই অর্ধেকে নেমে আসে। চাকুরী স্থায়ী করণের ক্ষেত্রে তার কেন অগ্রাধিকা পায়। এত বৈষম্য কেন। পুরুষের চেয়ে বেশি না করলেও তাদের চেয়ে কম কাজ করেন না তারা। এ বৈষম্য চান না তারা । আধুনিক যুগে এমন আচরন চান না তারা।

সচেতন মহল মনে করেন, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। এটি গ্রামীণ নারীদের তাদের নিজ নিজ জীবনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে, পরিবার ও সমাজে তাদের অবস্থান দৃঢ় করতে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশী হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। এর জন্য সমাজ ও পরিবারকে অবশ্যই তাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সেইসঙ্গে তাদের এই স্বীকৃতি দিতে হবে যে, তারা জাতি নির্মাতা। যে কারণে তাদের মূল্যায়ন ও সম্মান করা উচিত। এটা সর্বজনবিদিত যে, বাংলাদেশের সব শ্রেণির নারীরা নিপীড়ন ও অবহেলার শিকার। তারপরেও গ্রামাঞ্চলের নারী ও মেয়েশিশুরা বেশিমাত্রায় দারিদ্র্য এবং নেতিবাচক সামাজিক আচার ও চর্চার শিকার হচ্ছে। এ ছাড়া পারিবারিকভাবেও বৈষম্যের শিকার হওয়ার পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্ষমতায়নের অভাব আছে। গবেষণায় দেখা যায়, দেশের বেশিরভাগ অঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে দারিদ্র্যের হার শহর এলাকার তুলনায় বেশি। যার অসম প্রভাব পড়ছে গ্রামীণ নারীদের ওপর। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

Related Post

Leave a Reply