মো: আসাদুজ্জামান খাঁন: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এর জন্মভূমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন ০৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজিতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আজ রবিবার ভোরবেলা মূল্যবান অবৈধ সিলিকাবালু উত্তোলনকালে ১৪ জন কে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বদরগাছি এলাকা থেকে মূল্যবান সিলিকা বালু লুটপাটে জড়িত ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ জাতীয় অভিযান অব্যহত থাকবে এবং বালু সিন্ডিকেটের সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতরা হল ১। নুর উদ্দিন (৩৩), পিতা-তৈয়ব আলী, সাং-উলুকান্দি, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট
২। জাকারিয়া (২৬), পিতা-শাহজাহান মিয়া, সাং-নিশাপট, শায়েস্তাগঞ্জ
৩। শাহজাহান মিয়া (৩২), পিতা- মতলিব মিয়া, সাং-আব্দুল্লাপুর, পাইকপাড়া ইউপি, চুনারুঘাট
৪। শাহীন মিয়া (২১), পিতা-শহিদ মিয়া, সাং-কাঠালবাড়ি, ৪ নং শানখলা, চুনারুঘাট
৫। ওয়াহিদ মিয়া (২৩), পিতা-আবদুল জলিল, সাং-পূর্ব পঞ্চাশ, শানখলা ইউপি, চুনারুঘাট
৬। আব্দুল করিম জুনেদ (১৯), পিতা-আব্দুল হাই, সাং-মহিমাউড়া, শানখলা, চুনারুঘাট
৭। মো: ইউসুফ (২৩), পিতা-মো: আইদর আলী, সাং-কাঠালবাড়ি, ৪ নং পাইকপাড়া, চুনারুঘাট
৮। মো: এনামুল হক (১৯), পিতা-বাবুল মিয়া, সাং-হলহলিয়া, ৪ নং পাইকপাড়া, চুনারুঘাট
৯। মো: জামাল মিয়া (২১), পিতা-আব্দুল মন্নান, সাং-ডেউয়াতলী, শানখলা ইউপি, চুনারুঘাট
১০। রিপন মিয়া (২৪), পিতা-মতিন মিয়া, সাং-ফান্দ্রাইল, শানখলা, চুনারুঘাট
১১। মো: নয়ন মিয়া (২২), পিতা-মো: মহিদুল আলী, সাং-বরমপুর, ৭ নং উবাহাটা, চুনারুঘাট
১২। মো: আতর আলী (৪২), পিতা-আনজব আলী, সাং-দেউন্দি, চুনারুঘাট
১৩। মো: নুরুল ইসলাম (৪৩), পিতা-মো: আনজব আলী, সাং-দেউন্দি, ৫ নং শানখলা, চুনারুঘাট
১৪। মো: সারাজ মিয়া (৩০), পিতা-ওয়াহিদ মিয়া, সাং-কাঠালবাড়ি, বদরগাজি, চুনারুঘাট।