মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : দেশব্যাপি প্রথমবারের মতো শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতেও কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলার আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, আটোয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ রেজা আল মামুন ও বাহারাম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) মোঃ নূর আলম, টিকাদান কর্মসূচির কর্মীসহ সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. হুমায়ুন কবীর বলেন, দেশে প্রথম বারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আটোয়ারী উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪২ হাজার ৮৯৩ জন শিশুকে সম্পুর্ণ বিনামূল্যে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। কর্মসূচি উদ্বোধনী দিনে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ১৫৪১ জন শিশু। এরমধ্যে ১৪১৫ জন শিশুকে প্রথম দিনে টিকা প্রদান করা হয়েছে (লক্ষ্যমাত্রা অর্জন ৯১.৮২%)। তিনি বলেন, টিসিভি টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্মনিবন্ধন না করা থাকলে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে। টিকা পেতে জন্মসনদ থাকা বাধ্যতামূলক নয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার বলেন, আটোয়ারীতে টাইফযেড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২- ৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ ০১ – ১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৩১৭টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের জনবল ছাড়াও ৯৭২জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এতে প্রথম সারির সুপারভাইজার ১৮ জন দায়িত্বে থাকবে।
ডা. হুমায়ুন জানান, টিকা বিতরণের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জোট গ্যাভি’র মাধ্যমে টাইফয়েডের টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরী এই টিকা বিশ্ব স্বাস্থ্য (ডবিøউএইচও) অনুমোদিত। তিনি বলেন, টাইফয়েডের টিকা নিরাপদ। নেপাল ও পাকিস্তান সহ আরো আটটি দেশে এটি ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।