ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিন দফা দাবিতে শাজাহানপুরে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি “যে জাতি গড়েন সমাজ, আজ সেই শিক্ষকই অধিকারবঞ্চিত” — এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদে অচল শিক্ষাঙ্গন

Mahamudul Hasan Babu
October 13, 2025 10:37 am
Link Copied!

মোঃ খাত্তাব হোসেন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে একযোগে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হয়েছে।

উপজেলার আওতাধীন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।

তিন দফা প্রধান দাবি:
১. আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি
২. পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট ও টাইমস্কেল প্রদান
৩. শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাসম্পন্ন ও পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা

স্কুল ও মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ জানান, “শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি উপস্থাপন করলেও পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তা শিক্ষকদের জন্য অপমানজনক ও অগ্রহণযোগ্য। আমরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এবার আর পিছু হটবো না।”

তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাঠদান ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মবিরতির কারণে উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে এসে ফিরে যাচ্ছে। অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে জানান, “শিক্ষকদের প্রতি অবিচার মেনে নেওয়া যায় না, তবে শিক্ষার্থীদের পড়াশোনাও যেন দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত না হয়।”

শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষক সমাজকে অবহেলার পরিণতি ভয়াবহ হতে পারে। জাতি গঠনের প্রধান কারিগরদের এভাবে বঞ্চিত করা হলে শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে।

শিক্ষকদের দাবি বাস্তব ও যৌক্তিক — এমনটাই মনে করছেন সচেতন মহল। অবিলম্বে আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের পথ খুঁজে না পেলে অচলাবস্থা আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।