ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস!

Mahamudul Hasan Babu
October 13, 2025 12:26 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা সংবাদদাতা: মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার দিনভর উপজেলার গড়াই নদীর গোয়ালদাহ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী ও কারেন্ট জাল সন্ধ্যায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।