মোঃ সাইফুল্লাহ,মাগুরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান
বুধবার ১৪ অক্টোবর বিকালে মাগুরা সদরের ইছাখাদা ও আলমখালী এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীর্ষে ভোট চান তিনি।
এসময় জেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ স্থানীয় হাজার হাজার জনতা।
বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ কালে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো বির্নিমানে যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেইটার গভীরতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগামে বাস্তবায়নের চেষ্টা করেছি। ৩১ দফা আমরা বাস্তবায়নের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছে মানুষকে বুঝিয়েছি কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মান করা যায়। আশা করি আপনারা সবাই নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিবেন।