ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Mahamudul Hasan Babu
October 15, 2025 6:59 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে র্রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে œ স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।
তিনি আরও বলেন, আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।
উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) শওকত উল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহমেদ ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।