মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’’র মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান ১৫ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় লালমনিরহাট পি,টি,আই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লালমনিরহাট সার্ভিসিং সেল আইপিএল-বকুল এর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মরহুম কজী শহিদুল ইসলামের মৃত্যুদাবির চেক তাঁর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে মরহুমের মনোনীত নমিনীর হাতে ১১,৪৯,৫১৭/- টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা কাজী আব্দুস সালাম, লালমনিরহাট কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কাজী ফয়সাল আহমেদ, লালমনিরহাট পিটিআই সুপারিনটেনডেন্ট মোছাৎ শামছিয়া আখতার বেগম, এড. মমিনুল ইসলাম, সাপ্টীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি সদস্য শামছুল হক বক্তব্য রাখেন।
সভাতিত্ব করেন রংপুর ডিভিশনের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জিএম ও ইনচার্জ আলহাজ্ব হাফেজ মোঃ ফরিদুল ইসলাম।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন লালমনিরহাট সার্ভিসিং সেল, ডিজিএম, মোঃ হাসান আলী খোকন।
বক্তারা বলেন, এই চেক হস্তান্তরের মাধ্যমে আমরা তাঁর পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও প্রতিশ্রæতির বাস্তব প্রতিফলন ঘটাতে পেরেছি। অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কাজী শহিদুল ইসলামের জীবনের ছায়াস্বরূপ এই বীমার আর্শীবাদ যেন তাঁর প্রিয়জনদের জীবনে স্বস্তি ও সাহসের আলো ছড়িয়ে দেয় – এটাই আমাদের আন্তরিক কামনা।