ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় ভিখারিনীর বসতভিটা ভাংচুরের অভিযোগ

Mahamudul Hasan Babu
October 20, 2025 1:44 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলাধীন ষোলটাকা ইউপির অন্তর্গত ১ নং ওয়ার্ড চেংগাড়া পশ্চিম পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা শেষে সংঘর্ষের জের ধরে অসহায় ভিখারীর বসতভিটা ভেঙ্গে তছনছ করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে গরীবের একমাত্র মাথা গোজার ঠাঁই কুঁড়েঘর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা ভেঙ্গে দিয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, সোমবার সকালে চেংগাড়া বাসস্ট্যান্ড মোড়ে টাকা পয়সা লেনদেন বিষয় নিয়ে একই গ্রামের মঙ্গলের ছেলে জনির সাথে কামরুলের ছেলে পিয়াস এবং হারুণঅর রশিদ এর ছেলে রবিউলের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মারামারি -সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এরপর পরই প্রতিশোধ নিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি (গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি)ও চেংগাড়া গ্রামের আরেফীনের ছেলে ফিরোজের নেতৃত্বে মঙ্গলের ছেলে জনি, জনির ছেলে বিজয়, আওয়ামীলীগ সমর্থিত আরেফিনের অন্য দু,ছেলে ফয়সাল ও ফরহাদ, আনারুলের ছেলে জয়নাল, আবু সেকেনের নাতি ছেলে (শরীফের ছেলে) জিহাদ , আজাদের ছেলে ইউলাদ লাঠি ফলা, চাইনিজ কুড়াল, হাসুয়া নিয়ে প্রতিপক্ষ রবিউলের টিনের কুঁড়ে ঘর ভেঙ্গে চুরমার করে দেয়। দৃর্বৃত্তরা বাড়ির থালা বাটি, হাড়ি পাতিল, কাপড় চোপড়, ঘরকন্নার সমস্ত মালামাল তছতছ করে দেয়।
এসময় কুঁড়ে ঘরের মালিক হারুণ অর রশিদের স্ত্রী অসহায় বিধবা ভিখারিনী বিলকিস খাতুন বাড়িতে ছিলেন না। অসহায় দুঃখিনী বিলকিস খাতুন ৩ সন্তান নিয়ে অন্যের জমিতে (অনুমতি সাপেক্ষে)টিনের ছাউনি কুঁড়েঘর করে দীর্ঘদিন বসবাস করছিলেন।
অসহায় বিলকিস খাতুন জানান, আমি আমার ছেলে রবিউলের সাথে ঝগড়া বিবাদ করে ৩ মাস যাবত চৌগাছা গ্রামে মেয়ে জামাই বাড়িতে থাকি। আমার ঘরে বর্তমানে রবিউল ইসলাম বসবাস করে। আমার ছেলের উপর রাগ করে ছাত্রলীগের ফিরোজের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা আমার মাথা গোঁজার ঠাঁই কুঁড়েঘরটি ভেঙ্গে দিয়েছে। এখন আমি কোথায় যাব, ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো। আমি এর বিচার চাই। প্রকাশ্যে দিবালোকে এমন ন্যাক্কার জনক ঘটনাটি ঘটলেও এনিয়ে প্রত্যক্ষদর্শী লোকজন কেউ মুখ খুলতে রাজী হয়নি। কারন কেউ গ্রাম্য ফ্যাসাদে জড়াতে চায়না। তারপরেও নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী ২/১ জন জানান, গরীব মানুষের বিশেষ করে অসহায় ভিখারীর ঘরটি ভেঙ্গে দেয়া ঠিক হয়নি। যে দোষী ,তার বিচার করা বা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু বাড়ি ভেঙ্গে দেয়া উচিত হয়নি। একই মন্তব্য করেছেন, গ্রাম বিএনটির সভাপতি আমিনুল ইসলাম ও সেক্রেটারী মতিয়ার রহমান।
এনিয়ে ক্ষতিগ্রস্থ বিলকিস খাতুন অভিযুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে গাংনী থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্র্াপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জরুরী কাজে জেলার বাইওে রয়েছেন বলে জানান। তবে তিনি বলেন, অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।