আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত করেছেন গাংনী সিনিয়র সহকারী জজ আদালত। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে এ স্থগিতাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের তিনজন ছাত্র-অভিভাবক — মোঃ নুরুল হুদা, মোঃ আব্দুল হালিম এবং মোঃ নাজমুল আলম — বাদী হয়ে একাধিক বিবাদীর বিরুদ্ধে মামলা (দেং নং ১৫৯/২০২৫) দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাছুম, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাওসার আলী, প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলীসহ মোট পাঁচজনকে।
বাদীপক্ষের অভিযোগ, বিদ্যালয়ের এডহক কমিটির মেয়াদ শেষ হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি স্থানীয় প্রভাব ও যোগসাজশের মাধ্যমে অবৈধভাবে একটি “পকেট ম্যানেজিং কমিটি” গঠনের ষড়যন্ত্র করেন। অভিযোগে বলা হয়, নির্বাচন সংক্রান্ত তফসিল গোপনে প্রকাশ করে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ভোটার তালিকা থেকে বঞ্চিত করা হয় এবং তড়িঘড়ি করে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।
বাদীরা আদালতে দাখিল করা দরখাস্তে উল্লেখ করেন, ২৫ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম অবৈধ ও বিধিবহির্ভূত। এজন্য তারা নির্বাচন কার্যক্রম স্থগিতের আবেদন করেন।
বিজ্ঞ সিনিয়র সহকারী জজ (মোকাম গাংনী) উক্ত আবেদন শুনানি শেষে এক থেকে পাঁচ নম্বর বিবাদীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে নির্বাচনের যাবতীয় কার্যক্রম আপত্তি শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন।
এদিকে আদালতের এ আদেশে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাছুম সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিতব্য চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। ফলে ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।