আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টার ববধানে দুর্ঘটনাজনিত কারণে ৪জনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে জেলার মুজিবনগর উপজেলার ভৈরব নদের সুইচগেট থেকে পা ফসকে ২ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন-সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক (২১)। তানভীর মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
অন্যদিকে,সোমবার বিকেলে একই নদে গোসল করতে গিয়ে মাহবুবর রহমান নামের এক শিশুর মৃত্যু হয়। সে সদর উপজেলার পিরোজপুর গ্রামের জল্লাদ মিয়ার ছেলে।
এছাড়াও সোমবার দিবাগত রাতে সদর উপজেলার খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। শিশু আলিফ খোকসা গ্রামের মানিক হোসেনের ছেলে।