মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত হয়েছে।
আদিতমারী থানা পুলিশের আয়োজনে সাধারণ জনগন থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে উন্মুক্ত মতবিনিময় করার লক্ষ্যে ২২অক্টোবর (বুধবার) আদিতমারী থানার সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় এর হলরুমে “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিশেষভাবে তিনি মাদক, জুয়া, ক্যাসিনো ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে আরো বলেন, ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং-এর কারনে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান করা যায়। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকরা স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের যাহাতে উত্ত্যক্ত করতে না পারে এবং বাল্য বিবাহরোধে সমাজের সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে।
এ সময় লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এ. কে. এম ফজলুল হক, লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর, এবং আদিতমারী থানার অফিসার ও ফোর্সসহ সহ বিভিন্ন শ্রেণীর পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।