ঢাকাWednesday , 22 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা ॥ লাশ রেখে বাড়ির সবাই উধাও

Mahamudul Hasan Babu
October 22, 2025 11:41 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধু মুক্তা খাতুন (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। স্ত্রীর লাশ ঘরে রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত গৃহবধু লাঙ্গলমোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
জানা যায়, বিয়ের পর থেকে মাঝেমধ্যেই স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো গৃহবধু মুক্তার। প্রতিদিনের ন্যায় ২১ অক্টোবর মঙ্গলবারেও তার স্বামীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি সইতে না পেরে ওইদিন রাতে সে কিটনাশক পান করে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সেখানেই লাশ রেখে তার স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এই খবর পেয়ে গৃহবধু মুক্তার ভাই শেরপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।