ঢাকাFriday , 24 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইমাম আটক

Mahamudul Hasan Babu
October 24, 2025 2:42 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর পোরশা উপজেলায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মুসা (৫৫) নামের এক ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আটককৃত মুসা উপজেলার গবিরাকুড়ি গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে এবং শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদের ইমাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ওই ছাত্র নামাজ পড়ার জন্য শ্রীকলা নতুন পুকুর জামে মসজিদে যায়। কিন্তু দীর্ঘ সময়েও বাড়ি না ফিরলে শিশুটির মা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে মসজিদে গিয়ে ছেলের জুতা দেখতে পান, কিন্তু ভেতরে কোনো মুসল্লি না থাকায় সন্দেহ হয়।

এসময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে তিনি দেখতে পান তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করছেন। তাৎক্ষণিক তিনি চিৎকার শুরু করলে ইমাম পালানোর চেষ্টা করেন। শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, মসজিদের ইমাম তাকে বলাৎকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, “ঘটনার পরই স্থানীয়দের সহযোগিতায় ইমাম মুসাকে আটক করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”