ঢাকাMonday , 27 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিশাল সমাবেশ র‌্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা

Mahamudul Hasan Babu
October 27, 2025 1:58 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি :  মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশাল সমাবেশ ,কেক কাটা, যুব সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি ও সন্ধ্যার পর মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে গাংনী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গাংনী হাসপাতাল বাজারে অবস্থিত বিএনপির একাংশের উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় (আসাদুজ্জামান বাবলু) এর সামনে বিশাল সমাবেশ , র‌্যালি ও সন্ধ্যার পর বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনীর মাটি ও মানুষের নেতা গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির একাধিকবারের সাবেক চেয়ারম্যান রাজপথের লড়াকু সৈনিক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বিশেষ অতিথি আসাদুজ্জামান বাবলু বলেন, গাংনীতে জাতীয় নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীকে গ্রীণ সিগন্যাল দেয়ার পর মেহেরপুর-২ গাংনী আসনের ভোটাদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের বিচ্ছিন্ কয়েকজন নানাভাবে অপপ্রচার চালিয়ে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা ধানের শীষের যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ চেষ্টা করবো।
উপজেলা জাসাসের সভাপতি সুলেরী আলভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপাধ্যক্ষ নাসিরউদ্দীন, বিএনপি নেতা গোলাম মোর্তজা , সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, কাথুলী ইউপির প্যানেল চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ, সাজেদুর রহমান বুলবুল, ইয়ামিন আলী বাবলু, রবিউল ইসলাম, সাহিবুল ইসলাম, ছাত্র নেতা নাজমুল হোসাইন , আমিনুল ইসলাম প্রমুখ। যুব সমাবেশ শেষে গাংনী শহরে যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। একইভাবে সন্ধ্যার পর বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।