আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে পৃথক দুটি আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি ফসল সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ, অড়হড় প্রণোদনার বীজ-সার ও ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় উপজেলার ফল ও সবজি বাগানে বালাইনাশক স্প্রে করার জন্য ফুটপাম্প সরবরাহ প্রকল্প আওতায় ফুট পাম্প বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বীজ-সার ও ফুট পাম্প বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, কৃষি সম্প্রসারণ অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ, আইয়ুব হোসেন, অর্ধেন্দু পাড়ে, মফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম, কৃষক-কৃষানী সহ আরও অনেকে। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩ হাজার মানুষের মাঝে সরিষা ও সার, ২শত মানুষের মাঝে গম এবং ২৮ মানুষের মাঝে ফুটপাম্প সহ বিভিন্ন পর্ণ বিতরণ করা হয়েছে।
