মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়ায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা এক বৃদ্ধ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম শিবু রঞ্জন মল্লিক (৮৫), তিনি স্বর্গীয় নগেন্দ্র লাল মল্লিকের পুত্র।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিবু রঞ্জন মল্লিক তার নিজ বসতবাড়ির গোয়াল ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।পারিবারিক ও প্রতিবেশী সূত্রে জানা যায়, শিবু রঞ্জন মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার সময় তিনি এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন। তার সহধর্মিনী মোবাইলে ফোন করার জন্য বাড়ির বাইরে গেলে, এই সুযোগে বৃদ্ধ সকলের অজান্তে গোয়াল ঘরে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনেই থাকতেন। স্ত্রী বাড়ি ফেরার পরই তার স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান।সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রেকর্ড সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
