এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া জিয়াউর রহমান এর নাম ব্যবহার করে কথিত এজাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এজাহারের কপি দেখিয়ে একটি চক্র ব্যাক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলে শহীদ জিয়াউর রহমানের বড় ভাই ওয়াজেদুর রহমান অভিযোগ তুলেছেন। এজাহারে তাকে বাদী দেখানো হলেও তিনি এব্যাপারে কিছুই জানেন না।
শহীদ জিয়াউর রহমানের বড় ভাই ওয়াজেদুর রহমান জানান, আমার ছোট ভাই শহীদ জিয়াউর রহমান এর গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে । তিনি ঢাকায় একটি পোষাক শিল্পে কাজ করতেন। স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ছিল তাঁর সুখের সংসার। সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের এক দফা ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মেট্রোপলিটনের উত্তর পূর্ব থানা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তিনি মারা যান। জিয়াউর রহমান শহীদ হবার পর তার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন মামলা করা না হলেও একটি কু-চক্রি মহল কথিত এজাহারে আমাকে বাদী দেখিয়ে অফিসার ইনচার্জ, উত্তর পুর্ব থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা বরাবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও এমপি এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের ১৬৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে কথিত একটি এজাহার তৈরি করে প্রচার করতে থাকে। শধু তাই নয়, কথিত ওই এজাহার নামীয় আসামী ও অজ্ঞাতনামা আ’লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতারের ভয় দেখিয়ে চক্রটি ফায়দা হাসিল করছে বলে আমার কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ এসেছে। অনেকে আবার মামলা এবং গ্রেফতার থেকে রেহাই পেতে চক্রটির খপ্পরে পরে ইতিমধ্যে আর্থিক লেনদেনও করেছেন। একটি শহীদ পরিবারকে নিয়ে কারো ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক। ওয়াজেদুর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করে কথিত মুনাফা অর্জনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোড় দাবি জানিয়েছেন।