বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চপরের বোদা উপজেলায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ সমবায়” প্রতিপাদ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার এ এফ এম জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এ সময় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান হকিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বোদা রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
