ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা পৌরসভার রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ হলেও নিরব ভূমিকায় কর্তৃপক্ষ

Mahamudul Hasan Babu
November 2, 2025 2:02 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌরসভার রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ হলেও নিরব ভূমিকায় থেকে নেওয়া হচ্ছে না ব্যবস্থা বলে দাবী করেছেন অভিযোগকারী মো. আনিসুর রহমান। সে পৌরসভার ২নং ওয়ার্ডের দরগাহবাড়ি জামে মসজিদপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
পৌর দপ্তরের অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২৩ সেপ্টেম্বর পৌরসভার ২নং ওয়ার্ডের দরগাহবাড়ি জামে মসজিদপাড়া এলাকার উপর দিয়ে ঝিকরগাছা থেকে চৌগাছা যাওয়ার অভিমুখে (ছুটিপুর রোড) পৌরসভার নির্মাণ করা একটি পাকা ড্রেন ও রাস্তা মসজিদ এবং নদীর ঘাটে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই সড়কটির মুখেই বসবাসকারী ঝিকরগাছা পৌরসভার পাম্পচালক আশরাফুল নাইম (অপু) রাস্তাটি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। বাদি সহ এলাকাবাসী তাকে রাস্তার উপর স্থাপনা নির্মাণ করতে নিষেধ করলেও তিনি তা মানেননি। পৌর প্রশাসকের জ্ঞাতার্থে জানান যে, অভিযুক্ত অপু পাম্পচালক ও তার শ্বশুর সামসুর রহমান পৌরসভার অফিস সহায়ক পদের চাকরি ঢাল হিসেবে ব্যবহার করে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ফলে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করেননি। এমতাবস্থায় আবেদনকারীদের যাতায়াতের একমাত্র পথটি অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। উল্লেখ থাকে যে, জনসাধারণের মৌখিক অভিযোগে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তে এলে রাস্তা দখলের প্রমাণ পায়। এ সময় অপুকে স্থাপনা ভেঙে রাস্তা উন্মুক্ত করার কথা বলে কর্তৃপক্ষ। কবে তিনি সেই কথার তোয়াক্কা না করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। র্দীঘদিন অভিযোগের বয়স হলেও ব্যবস্থা গ্রহণ করছে না কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, ঘটনাস্থলে যেয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।