আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর থেকে প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আলীশান বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধারা তথ্য গোপন করে অসচ্ছল পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ কর্মসূচিতে নাম অন্তর্ভুক্ত করে আবেদন করেন। কমান্ডার ৫ আগষ্টের পূর্বে তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হাজী মুন্তাজ আলী ও যাঁচাই বাছাই কমিটির সদস্যরা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে আওয়ামী ঘরানার বিত্তশালী , রং-করা বিশাল বাড়ির মালিকদের নাম তালিকা ভুক্ত করেন। দৃশ্যতঃ তারা কেউ গরীব বা অসচ্ছল নয়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, আবাসন নির্মাণের জন্য তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছে, গাংনী উপজেলার কাজীপুর ইউপির অন্তর্গত নওদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম , পীরতলা গ্রামের রুস্তম আলী এবং বেতবাড়ীয়া গ্রামের সেকেন্দার আলী প্রমুখ। এদের বাড়ি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ,রং- করা , এবং ৫/৬ কক্ষ বিশ্ষ্টি বিশাল জায়গা জুড়ে টাইলস লাগানো আলীশান বাড়ি। আরও জানা গেছে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের আবেদনে নির্ধারিত জমিতে এবং দাগ নং এ বাড়ি করার শর্ত থাকলেও তা না মেনে অন্য দাগে বাড়ি নির্মাণের চেষ্টা চালাচ্ছে।
সরেজমিনে গ্রামের একাধিক লোকজনের সাথে আলাপ কালে জানা যায়, সরকার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ করে দেয়ার ঘোষনা দিয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু অসচ্ছল , অসহায় মুক্তিযোদ্ধাদের জায়গায় স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা ঠিক হয়নি। এসময় তারা এই নির্মাণ কাজ বন্ধ করে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ করার দাবি জানান।
এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান,আমার এ ছেলে পুলিশ বাহিনীতে চাকরি করে। আল্লাহর রহমতে সুন্দর একটি বাড়ি করেছি। আমি বীর নিবাস চেয়ে আবেদন করতে চাইনি। অনেকেই করেছে তাই আমিও আবেদন করেছি। সরকার যদি আমাকে ঘর না দেয় তাহলে আমার কোন আপত্তি নেই। ক্যানসিল করলে আমি কোন অভিযোগ করবো না। একই কথা জানালেন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী জানান, আমার বিশাল বাড়ি রয়েছে। কিন্তু আমার ছেলে পারিবারিক ভাবে আমাকে অসম্মান করাই আমি বাড়ির জমি নাতি ছেলের নামে লিখে দিয়েছি। বর্তমানে আমি সবকিছু থেকে বঞ্চিত রয়েছি। বেতবাড়ীয়ার সেকেন্দার আলী জানান, আমার ১ ছেলে পুলিশ অফিসার, তাই আমার বাড়ি বর্তমানে ছেলে দখলে রেখেছে। অন্য ছেলের জন্য একটি ঘর দরকার। সেই সুবাদে আবেদন করেছি। সরকারিভাবে প্রকল্প বাদ দিলে আমার কোন আপত্তি নাই।
এনিয়ে বর্তমান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা জানান, এই তালিকা আওয়ামীলীগ সরকারের আমলে করা হয়েছিল। কাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমি জানিনা। তবে সচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম দেয়া ঠিক হয়নি। একই কথা জানালেন, তৎকালীণ অসচ্ছল মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীন।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নিকট বিষয়টি নিয়ে আলাপের জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মাণ কর্মসূচীর আওতায় বীর নিবাস প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
