ম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: এ কেমন শক্রুতা। দিনাজপুরের বিরলে পূর্ব শক্রুতার জের ধরে এক দরিদ্র কৃষকের ১ একর জমির ফসল (ধান) আগাছা নাশক (হ্যামার) ছিটিয়ে জ¦ালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ওই বিরল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার ভান্ডারা ইউপি’র দক্ষিণ বালান্দোর গ্রামে।
ওই গ্রামের মৃতঃ সাহেদ আলীর ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম (৪২) জানান, দিনাজপুর সদর উপজেলার কালিতলা এলাকার আব্দুস সালাম চৌধুরীর ১ একর জমি বর্গা নিয়ে আমি দীর্ঘদিন থেকে চাষাবাদ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বহ করে আসছি। ওই জমিতে এবার আমি আমন ধান চাষ করি। একই গ্রামের মৃতঃ ইদু মোহাম্মেদের ছেলে সহিবুর রহমান (৬৫) এবং তার ছেলে নেওয়াজ হোসেন (২৫) এর সাথে আমার পূর্ব শক্রুতা চলে আসছিল। তারা আমার ভাল দেখতে পারে না। সম্প্রতি আমার জমির পাশ দিয়ে বয়ে যাওয়া নোনা খাড়িতে প্রতিপক্ষরা বাঁশ এবং নেট দিয়ে পানির গতিরোধ করে মাছ ধরে। এতে আমার আবাদীয় জমিতে পানি উঠে ফসল পানিতে তলিয়ে গেলে আমি তাতে বাধা দেই। এতে তারা আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। সেই শক্রুতার জের ধরে প্রতিপক্ষরা আমার ধানের আবাদে আগাছা নাশক (হ্যামার) ছিটিয়ে জমির পুরো ফসল জ¦ালিয়ে দিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। আমি এব্যাপারে প্রতিপক্ষদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।