ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে সংঘর্ষের পরিকল্পনা ঠেকাতে ৮ যুবককে আটক করে আদালতে সোপর্দ

Mahamudul Hasan Babu
November 4, 2025 4:23 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে দেয়াল নির্মাণ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বহিরাগত ৮ যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের প্রবীণ ব্যক্তি নুরু মিয়া (৭৫) ও মনির হোসেন (৫০)-এর মধ্যে বাড়ি নির্মাণ নিয়ে বিরোধ চলছিল।গত সোমবার দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করলে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানান।খবর পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ’র
নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত অবস্থায় থাকা ৮ জনকে আটক করে।আটকরা হলেন,সাইমন দেওয়ান (২৩),মাছুম খান (২৩), মোঃ নয়ন (২১), মো. বাপ্পি (২২),মো. রিয়াদ (২১), নাঈম আহমেদ (২৩),তানভীর হাসান (২১),মাহি সরকার (১৯) তারা কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, আটককৃতরা সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলেন। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বড় ধরনের মারামারি বা গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা ছিল।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়। তদন্ত সাপেক্ষে আজই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।”